ঠাকুরগাঁও জেলায় ২৫০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ জুন) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রাম থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ঐ গ্রামের কালি কুমারের (৫৫) বাড়িতে একটি বিষ্ণু মূর্তি রয়েছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। ১৯ জুন শনিবার দুপুরে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৫০ কেজি ওজনের ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের, ২ ফুট ১ ইঞ্চি প্রস্থের একটি মূতি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মূতিটি কিসের তা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে যাচাই-বাছাই করছি।