পাবনার আটঘরিয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসুচির আওতায় ৫ টি ইউনিয়নে ১৫টি কেন্দ্রে একযোগে গণটিকা প্রদান করা হয়।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৫টি কেন্দ্র ৩ হাজার জনকে প্রথম ডোজের গণ টিকা প্রদান করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমদিনের গণটিকা কর্মসুচি পালন হয়েছে। প্রতিটি টিকা কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে বিভিন্ন কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।
লক্ষীপুর ইউনিয়নের টিকা নিতে আসা জাকির বলেন, পরিবার নিয়ে নিজ গ্রামেই টিকা নিতে পেরেছি। ওয়ার্ড পর্যায়ে টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভোট কেন্দ্রের মতোই টিকা নিতে লোকজনকে লাইনে দেখা গেছে প্রতিটি টিকা কেন্দ্রে।
এসময় কেন্দ্র গুলো পরিদর্শন করেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, জানান, সবাইকে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণ করে ২য় ডোজের জন্য অবশ্যই টিকার কার্ড সংরক্ষণ করে রাখতে হবে। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধানের আহবান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রফিকুল হাসান বলেন,স্বাস্থ্যবিধি মেনে প্রথমদিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নিতে পেরে সাধারণ মানুষ খুশি হয়েছেন। প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহিতাদের উপচে পড়া ভিড় ছিল। ৫ টি ইউনিয়নে মোট ৩ হাজার জনকে গণ টিকা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।