কুষ্টিয়ার ভেড়ামারার বিজেএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুর রহমান শেলী এবং কৃষি বিষয়ক প্রভাষক জামিরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা আজ শনিবার (১৯ জুন) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট তানজিলুর রহমান এনাম। প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমান শেলী, প্রভাষক জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ফেরদৌস হোসেন, সহকারী অধ্যাপক কবীরুল হাসান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক শামিম আহম্মেদ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিদায় শিক্ষকদেরকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।