কুমিল্লায় নাঙ্গলকোটে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মো. ইয়াছিন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফেনীর পরশুরামে ডোবা থেকে পুলিশ।
শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় পরশুরাম পৌর-এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবালের বাড়ির পাশে ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইয়াছিন পরশুরাম পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন দারুল আমান মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
নিহত মো. ইয়াছিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মো. ইউসুফের ছেলে। ইউসুফ পেশায় বাবুর্চির কাজ করেন। কাজের সূত্রে তিনি ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন। গ্রেপ্তার ইকবাল হোসেন পরশুরাম পৌরসভার উত্তর বাজার এলাকার মফিজ মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।