নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান সাজুকে (৩৮) গুলিবিদ্ধ ও হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আজ রোববার (০৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল সংলগ্ন আদর্শপাড়া দোকানঘরে এ ঘটনা ঘটে।
শাহজাহান সাজু ওই এলাকার আহছান উল্যাহর ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারি হিসেবে পরিচিত।
মেয়র কাদের মির্জার ভাগিনা ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু জানান, কাদের মির্জার হাতুড়ি বাহিনীর কেচ্ছা রাসেল, জিসান, পিচ্চি মাসুদের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালিয়ে গুলি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাজুর হাত-পা ভেঙে দিয়েছে। মাথায়ও তার আঘাত করেছে।
তিনি আরও বলেন, ‘পৌরসভা থেকে সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয় আবার অপারেশন শেষে প্রবেশ করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জের ঘটনাগুলোয় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারেও পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।