ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টোর কিপার আব্দুর রাজ্জাক সহ ৫ জনের বিরুদ্ধে ৩ আগষ্ট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেছেন ( মামলা নং- ১ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১১ (গ) /৩০)। এ মামলা নিয়ে আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টোর কিপার এবং ঠাকুরগাঁও’র রুহিয়া থানার অন্তর্গত উত্তর বঠিনা গ্রামের মৃত- আব্দুস সামাদের পুত্র আব্দুর রাজ্জাক ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী নুসরাত জাহানকে নির্যাতন করে এ অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে ৩ আগষ্ট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার ১নং আসামী সরকারি কর্মচারী মামলা হওয়ার পরেও ঐ আসামী বহাল তবিয়তে চাকুরী করে আসছেন।