গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষকদের মাঝে পাটবীজ-সার-কিটনাশক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিনামূল্যে এসব বিতরণ করা হয়।
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রউফ সরকার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার বলেন, প্রকল্পভুক্ত নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্য পাটবীজ, রাসায়নিক সার, কীটনাশক, ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ২০ টি দলের মাঝে এসব প্রদান করা হয়।