রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ১০ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নাটোরের ১ জন।
পাঁচজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। বাকি ১৪ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া দুইজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন।