কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে খরিপ ২/২০২১-২০২২ মৌসুমের অতিবৃষ্টিজনিত জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির ধানের বীজ সহয়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জিএম,এ গফুর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুল ইসলাম, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সাতক্ষীরা ব্রি-উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এস এম মফিজুল ইসলাম, সাতক্ষীরা বিনার প্রধাান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.বাবুল আখতার ও কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা। উপজেলা সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এস,এম নজরুল ইসলামের রিচালনায় বীজ বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ আলী, আয়ুব আলী, আঃ মান্নান, অনুতাপ সরকর, গুরুদাস কুমার মন্ডল, ফারুক হোসেন, আল মাহফুজ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত কৃষকবৃন্দ।