বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার আটক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গাইবান্ধা থেকে আটক করেছে।

আজ মঙ্গলবার  (১০ আগস্ট) ভোর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ভুয়া এমবিবিএস ডাক্তার জামাল হোসেন ওরফে এমদাদুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ চওড়াটারী গ্রামের ময়েন উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, আটককৃত এমদাদুল হক দীর্ঘদিন ধরে জামাল হোসেন নাম ব্যবহার করে নিজেকে এমবিবিএস, এফসিপিএস (ফিজিক্যাল এণ্ড রিহ্যাবিলিটেশন) ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চাকুরি দেয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছিলেন। এছাড়া গত বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত কেমিকো ফার্মাসিটিকেল লিমিটেডের মেডিকেল প্রোটাকশন অফিসার জুলফিকার হাবিবের মোটর সাইকেল নিয়ে এক ফার্মেসি থেকে ওষুধ আনার কথা বলে পালিয়ে গেলে পরদিন শুক্রবার ডাক্তার এমদাদুল হকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারেন তিনি একজন ভূয়া ডাক্তার। তার কোন ডাক্তারি সার্টিফিকেট নেই। মঙ্গলবার ভোর রাতে পুলিশ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।