শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

পীরগঞ্জে মুজিববর্ষে আশ্রয়ণ বাসীদের মাঝে বিএমডিএ’র গাছের চারা বিতরণ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের দুটি আশ্রয়ন প্রকল্পে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বিকেলে উক্ত আশ্রয়ণ প্রকল্প দুটিতে বসবাসরতদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন ভূঞা জনি, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাংবাদিক বখতিয়ার রহমান, রানা জামান, মুশফিকুর রহমান পল্টন, মাহমুদুল হাসান, মিনহাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মতবিনিময় শেষে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের প্রতি পরিবারের মাঝে চারটি করে ২০০ টি ফলজ গাছের চারা ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে ।