বন বিভাগের চাকরি থেকে অবসর বলছিলাম অবসরের জীবন নিয়ে। অনেক ব্যক্তি প্রকৃতঅর্থে বয়সকালেও কর্মক্ষম থাকে; কিন্তু বয়সের একটা নিয়ম অনুযায়ী তাকেও অবসরে পাঠিয়ে দেয়া হয়। দীর্ঘ ৩৪ বছর চাকরি জীবনের পর অবসর গ্রহণের স্বাদ গ্রহণ করলো মোঃ এনামুল হক ৩৪ বছর আগে তার চাকরি জীবন শুরু করেন ভোলার চর ফ্যাশন থেকে এবং শেষ করলেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ থেকে, তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(৪ঠা ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১ টায় সিএমসি অফিসে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, ও সকল স্টেশন কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা এছাড়াও আরও অনেকে,বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের শুভেচ্ছা ও অনেকে উপহার সামগ্রী দিয়েছেন এবং তার অবসর জীবন ভালো কাটুক সেই দোয়া কামনা করা হয়। এছাড়াও তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বন বিভাগ।
পরিশেষে অবসর নেওয়া মোঃ এনামুল হক বলেন “দেখতে দেখতে আমি চাকরি জীবনে ৩৪ টি বছর পার করে ফেলছি চাকরি যখন নিয়েছি অবসর তো নিতেই হবে বয়স পেরিয়ে গেলে, সবাই আমার জন্য দোয়া করবেন। চাকরি থেকে অবসর জীবনে যাদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা ভালোই ছিল; কিন্তু সেই নিয়ম অনুযায়ী তাদেরও অবসরে যেতে হয়েছে। অন্যদিকে বয়স আছে, কিন্তু রুগ্ন ও কর্মক্ষমতার দিক দিয়ে পিছিয়ে আছে যারা, তারাও কাজে বা চাকরিতে আছে। এটা এ কারণেই হচ্ছে যে, বয়সের ক্ষেত্রে পার্থক্য করে তাদের অবসরে পাঠালে অন্যায় হবে, স্বজনপ্রীতি হবে। তাই একটাই নিয়ম- আপনার স্বাস্থ্যের অবস্থা যা-ই থাকুক না কেন চাকরির নিয়মের পরে অবসরে যেতে হবে।