সাতক্ষীরায় ১৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রয়ারী) দুপুর ২ টার দিকে তাকে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ব্রীজ নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জনৈক শওকাত আলীর ছেলে মোঃ মিঠু। তিনি সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তে যাওয়ার সময় পুলিশের কাছে গ্রেপ্তার হন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় তারা আগে থেকে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে এক যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে চাইলে তাদের সন্দেহ হয়। এ সময়ে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। মোটরসাইকেল তল্লাশী করে ছিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ পিস সোনার বার জব্দ করে। যার ওজন ১৮ ভরি। বাজার মূল্য মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার মিঠুকে সদর থানায় সোর্পদ করা হয়েছে।