বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

অধ্যক্ষ মিন্টু’র হত্যাকারীদের শাস্তির দাবীতে হাতীবান্ধায দ্বিতীয় দিনের মানববন্ধন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ঢাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুঁসে উঠেছে তার জন্মভুমি লালমনিরহাটের হাতীবান্ধার সর্বস্থরের লোকজন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে দ্বিতীয় দিনেও হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যনারে মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার নানা পেশার লোকজন। প্রায় ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধনের কারনে বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয়া সবাই অধ্যক্ষ মিন্টুর হত্যাকারীদের সর্বচ্চ শাস্তি ফাঁসীর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক দিলিপ কুমার সিংহ, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি কেশব চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদ, মিন্টু চন্দ্রের বাবা শরৎ চন্দ্র ও টংভাঙ্গা ছাত্রলীগের সভাপতি আরিফ আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে গত ১৩ জুলাই তার নিজ প্রতিষ্ঠান সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে হত্যার শিকার হন তিনি। ২৭ দিন পর ওই কলেজের আঙ্গিনায় মাটি খুরে তার খন্ডিত মরদেহ উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় তার দুই বন্ধুসহ ৩ জনকে আটক করে র‌্যাব।