সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আবারও মর্টারশেলের শব্দে কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত – গ্রামীন নিউজ২৪ হলমার্ক কেলেঙ্কারি মামলায় তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড – গ্রামীন নিউজ২৪ গাইবান্ধায় জমিজমা নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ নিহত ১ – গ্রামীন নিউজ২৪ টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত – গ্রামীন নিউজ২৪ নাটোরে ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার – গ্রামীন নিউজ২৪ তথ্য চাইতে গিয়ে সাংবাদিকরা যেন হেনস্তা না হন: তথ্য প্রতিমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ কলকাতায় ভবন ধসে নিহত ৮ – গ্রামীন নিউজ২৪ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না: আইনমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৬ – গ্রামীন নিউজ২৪ জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com। স্বল্প খরচে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক চুক্তিতে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৭২৯১৮৮৮১৮

বান্দরবানে ২০ জঙ্গি গ্রেফতার: বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও সরঞ্জাম উদ্ধার – গ্রামীন নিউজ২৪

বান্দরবান প্রতিনিধিঃ / ৫৩৩ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ
  • Print
  • বান্দরবানে রুমা ও থানছি উপজেলার দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১৭ সক্রিয় সদস্য এবং পাহাড়ের স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক দেশি-বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    বুধবার (৮ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব ফোর্সের মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি আরও জানান, পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, নব্য জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য বান্দাবনের থানচির লোয়াংচুয়াল পড়া হয়ে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের ৭টি দল সদর রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে র‍্যাবের উপর জঙ্গিরা অর্তকিত গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিয়ের ঘটনা ঘটে। এই অভিযানে ১৭ জন জঙ্গি ও ৩ স্থানীয় শসস্ত্র সন্ত্রাসীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত জঙ্গী সদস্যারা হলেন- কুমিল্লা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আস সামী রহমান খোদ (১৯), বেতাগী বরগুনা জেলার মালেক মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২২) পটুয়াখালী জেলার ফোরকান ফকিরে ছেলে মো. আল আমিন ফকির মোস্তাক(১৯), কুমিল্লা লাঙ্গল কোট জেলার আব্দুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক, পটুয়াখালী সদরের আলতাফ হোসেনের ছেলে মো. মিরাজ সিকদার প্রকাশ আশরাফ হোসেন(২৬) টঙ্গীবাড়ি মুন্সগঞ্জ জেলার আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজ শেখ প্রকাশ জায়েদ(২৪), মহিপুর পটুয়াখালী জেলার ইসমাইল হোসেন হওলাদারের ছেলে মো. ওবায়দুল্লাহ প্রকাশ সাকিব প্রকাশ শান্ত, মির্জাগঞ্জ পটুয়াখালী জেলার আনিছ মুসল্লির ছেলে জুয়েল মাহমুদ(২৭), ধনবাড়ি টাঙ্গাইল জেলার দুলাল রহমানের ছেলে মো. ইলিয়াছ রহমান প্রকাশ তানজিল প্রকাশ সোহেল(৩২), ঝালকাঠি সদরের আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান প্রকাশ মোড়া(২৩), কুমিল্লা সদরের মালেক ফরাজীর ছেলে মো. শাখাওয়াত হোসেন প্রকাশ মাবরুর(২১), কোতয়ালী বরিশাল জেলার নাসির হওলাদারের ছেলে মো. আবদুস সালাম রাকি প্রকাশ রাসেল(২৮), লাকসাম কুমিল্লার মওলানা হোসাইন আহাম্মদের ছেলে যোবায়ের আহাম্মদ প্রকাশ আইমান(২৯), দশমিনা পটুয়াখালীর মাহবুব মাতুব্বরের ছেলে মো. শামীম হোসেন প্রকাশ আবু হুরাইরা (২৬), মাধবপুর হবিগঞ্জের মৃত কুতুবুর রহমানের ছেলে তাওয়াবুর রহমান সোহান(২০), বরিশালের গোলাম মোস্তফার ছেলে মো. মাহমুদ ডাকুয়া(২০), মাগুরার মৃত শামসুর রহমানের ছেলে মো. আবু হুরাইরা প্রকাশ মিরাজ(২২)। এছাড়াও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা হলেন- লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গেলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, ককটেল, লিফলেট, অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত নগদ ৭ লাখ টাকা।


    এ জাতীয় আরো সংবাদ
    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv
    এক ক্লিকে বিভাগের খবর