বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মালয়েশিয়ায় গোলাগুলিতে বিমানবাহীর ৪ সদস্য নিহত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

মালয়েশিয়ার রাজকীয় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত বিমান বাহিনীর চার সদস্যের প্রাণহানি হয়েছে। আজ শুক্রবার (১৩ আগষ্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনীর এক সদস্য গুলি চালিয়ে তার ৩ সহকর্মীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।

দেশটির সারাওয়াক পুলিশের কমিশনার দাতুক আইদি ইসমাইল জানান, আরএমএএফের একটি শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতরা শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে দায়িত্বরত ছিলেন। কেন এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত অব্যাহত আছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানে এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালায়। ফলে তাদের প্রাণহানি ঘটে।

সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন বলে জানা গেছে।