মোংলায় সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বাদ মাগরীব মোংলা প্রেস ক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
বার্তা বাজার প্রত্রিকার মোংলা প্রতিনিধি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
বিশেষ অতিধি ছিলেন মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।
এসময় বক্তারা বার্তা বাজারের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে বার্তাবাজার অনলাইন নিউজ পোর্টালটি ৯ বছরে পর্দাপন করেছে।
‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বার্তা বাজার বড় ভূমিকা রেখে চলেছে। সরকারের চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়কের ভূমিকা পালন করছে জনপ্রিয় এই মাল্টিমিডিয়া নিউজ পোর্টালটি।’
উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে বার্তা বাজারের সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক শেখ নুর আলম, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনামুল হক, মনিরুল ইসলাম দুলু, মনির,হাফিজুর রহমান, আলী আজীম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পৌর সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী ,সহ-সভাপতি আব্দুল্লাহ আল-আমিন সানি প্রমুখ।