মানিকগঞ্জে স্ত্রী রেবেকা বেগমকে (৫৬) অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়াকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। এ সময় রায়ে দণ্ডপ্রাপ্ত সাইজুদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ জরিমানাও করা হয়।
সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।
সাইজুদ্দিন মিয়ার বাড়ি সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামে। তিনি এই গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা আনার জন্য সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম বিদেশে গিয়েছিলেন। বিদেশ থেকে ২০০৯ সালে ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আবার বিদেশে যেতে চাইলে স্বামী সাইজুদ্দিনের সঙ্গে কলহের সৃষ্টি হয়। রেবেকা বেগম তার স্বামীর কথা না শুনে বিদেশে যাওয়ার চেষ্টা করলে স্বামী সাইজুদ্দিন মিয়া ২০০৯ সালের ২৮ মে রাতে তার স্ত্রীর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড নিক্ষেপ করেন। রেবেকা বেগমের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম পরের দিন সাইজুদ্দিন মিয়াসহ চারজনকে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন বাসার তদন্ত শেষে একই বছরে ৭ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বাকিদের এ মামলায় সংশ্লিষ্ট না থাকায় সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকী আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মথুরনাথ সরকার ও আসামিপক্ষে ছিলেন শীপ্রা রানী সরকার।