বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

পূর্ব সুন্দরবনের ইকো ট্যুরিজম এলাকা পরিদর্শন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

১৪ আগষ্ট শনিবার পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকার ইকো ট্যুরিজম স্পট পরিদর্শনে আসেন খুলনা সার্কেল সিএফ জনাব মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন,পশ্চিম বন বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ আবু নাসের মোহাসিন হোসেন,এই সময় নবাগত সিএফ মহোদয়কে তুলের তোড়া দিয়ে বরন করে নিয়েছেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা জনাব এনামুল হক, ও মাঠ পর্যায়ের সকল কর্মচারীদের পক্ষ থেকে নবাগত সিএফ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান  পূর্ব সুন্দরবন বিভাগের বিএম সমিতির সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান।

দিনের কর্মসূচি হিসেবে সিএফ মহোদয় বিভিন্ন স্টেশন, টহল ফাঁড়ি ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন এবং পর্যটকের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য বন্যপ্রাণী হরিন, কুমির এর ব্যাপক সম্প্রসারণ ও কুমিরের বাচ্চা ব্যাপক ভাবে উৎপাদনের জন্য করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাওলাদার আজাদ কবিরের সাথে আলোচনা সাপেক্ষে বিভাগীয় বন কর্মকর্তাদের মতবিনিময়ের মাধ্যমে করমজলকে ভবিষ্যতে আকর্ষণীয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারা। এছাড়াও আন্দারমানিক নতুন ইকো ট্যুরিজম কেন্দ্রের উন্নয়ন মুলক কর্মকাণ্ড দেখে সিএফ মহোদয় সন্তোষ প্রকাশ করেন এ সময় বিভাগীয় বন কর্মকর্তা জানান আন্দারমানিকের পর্যটন কেন্দ্র আকর্ষণীয় করার জন্য যা দরকার হবে সব ব্যবস্থা করা হবে। এছাড়াও সিএফ মহোদয় বলেন”যেহেতু তিনমাস পাস পারমিট বন্ধ রয়েছে তাই মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীকে কঠোর হুশিয়ারী দিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন যাহাতে সুন্দরবনে অবৈধ ভাবে কোন অসাধু জেলেরা অনুপ্রবেশ করতে না পারে।