শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাতক্ষীরার সীমান্ত থেকে ১১ কেজি রূপাসহ আটক এক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম রূপাসহ এক জনকে আটক করা হয়েছে। আটক রূপাসহ অন্যান্য মালামালের মূল্যা ১২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম হোসেন (৫৬)। তিনি কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত. আকবর আলীর ছেলে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, ১৪ আগস্ট শনিবার বেলা ২টার সময় কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে সীমান্তের ভাদিয়ালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উক্ত ব্যক্তিকে রূপার গহনাসহ হাতে নাতে আটক করা হয়। আটক ব্যক্তিসহ আরো ৪ জনকে পালাতক দেখিয়ে এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পালাতক ব্যক্তিরা হলো, গোপাল হোসেনের ছেলে মো. নাহিদ (২৮), মো. মুনাই এর ছেলে মো. পলাশ (৩৫), আলী আজগর এর ছেলে মো. আলম (৩০) এবং মৃত আমির আলীর ছেলে মো. ইউসুফ। এদের সকলের বাড়ি কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে।