খুলনার বটিয়াঘাটা ঝালবাড়ি বাজারে, মোসারেফ শেখ ওরফে মুসার মাটির হাড়িপাতিল বিক্রয়ের দোকানে গোপন সূত্রে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা ঝালবাড়ি বাজারে, মোসারেফ শেখ ওরফে মুসার মাটির হাড়িপাতিল বিক্রয়ের দোকানে এস আই (নিঃ) সাজ্জাত হোসেন এএসআই (নিঃ) গোলাম রসুল ও এএসআই (নিঃ) ফারুক আহম্মদের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় গাজা ক্রয় বিক্রয়কালে ৩০ গ্রাম গাজাসহ মোসারেফ শেখ ওরফে মুসা(৫০) ও তুরান শেখ (৩০) কে আটক করে পুলিশ। এছাড়া তার দ্বিতল গাজার আসর থেকে ১১টা গাজা খাওয়ার কল্কি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সহ পুলিশ পরিদর্শক (নিঃ) সাজ্জাত হোসেন ২ জনকে আটক ও গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।