সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মোহনপুর নৌ-ফাঁড়ির চৌকুসতায় ১২৫ কেজি জাটকা সহ আটক ৪ – গ্রামীন নিউজ২৪ ময়মনসিংহ যুবকের গলাকেটে অটোবাইক ছিনতাই – গ্রামীন নিউজ২৪ ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে নিহত ১২ – গ্রামীন নিউজ২৪ ইমরান খান তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন – গ্রামীন নিউজ২৪ ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি – গ্রামীন নিউজ২৪ সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন – গ্রামীন নিউজ২৪ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন রমেশ চন্দ্র সেন এমপি – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন – গ্রামীন নিউজ২৪ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে দু-তিনটি মামলা হয়েছে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ কয়রায় হরিণের রান্না করা মাংস মাথা সহ আটক-২ – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

ইবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা – গ্রামীন নিউজ২৪

ইবি প্রতিনিধিঃ / ৪৪৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ
  • Print
  • ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের ভিডিও করার প্রতিবাদ করে স্থানীয় বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত।

    প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক নারী শিক্ষার্থীদের ভিডিও করে। এতে জিসাদ ও সুপ্ত প্রতিবাদ জানিয়ে ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ঐ বখাটে যুবকরা তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    পরবর্তীতে সন্ধ্যার দিকে ঐ শিক্ষার্থীরা ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের তেল কিনতে গেলে স্থানীয় যুবক আকাশের নেতৃত্বে ৮-১০ জন বখাটে চলন্ত মোটরসাইকেল থেকে তাদের ফেলে দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে জিসাদ ও সুপ্ত গুরুতর আহত হয়।

    আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের কুষ্টিয়া সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এদিকে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের দু’ধারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে কয়েক কিলোমিটারের জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ ৩ দফা দাবি নিয়ে এ বিক্ষোভ করেন। এতে ক্যাম্পাসের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সর্বশেষ রাত সাড়ে নয়টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থী রাস্তা অবরোধ করে রেখেছেন।

    এ বিষয়ে ইবি থানার ওসি আননূর জায়েদ বিপ্লব বলেন, আমরা বিষয়টিতে নজরে রাখছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি। গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ঘটনা শোনা মাত্রই ইবি থানার ওসি ও সহকারী প্রক্টরদের সেখানে পাঠিয়েছি। পরবর্তীতে আমি দুইজন সহকারী প্রক্টর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা লোকদের নিয়ে বসেছি। আমাদের কোনো শিক্ষার্থীকে যদি মারধর করা হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করব। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস উত্তপ্ত করা, জনগণের জানমালের ক্ষতি, রাস্তা আটকে মানুষের ভোগান্তি সৃষ্টি করা সমর্থন করি না।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর