শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

যুবলীগ কোন নেতার বাসার বাজার টান‌বে না -নিক্সন চে‌ৗধুরী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, দেশে কিছু নব্য রাজাকারের উদয় হইছে, এই সব রাজাকারদের প্রতিহত করবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী যুবলীগ। নিক্সন আরো বলেণ, দীর্ঘ ১২ বছরের শোষন নির্যাতন ও দুঃশাসন থেকে জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের মানুষকে মুক্ত করেছেন। আগামীতে এখানে শোষন নির্যাতন করার মত কাউকে সুযোগ দিবে না এই এলাকার জনগন।

আজ রবিাবার সন্ধ্যায় ফরিদপুর শহরের জসিমউদ্দীন হলে জেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। সভায় জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন বুলবুল, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৈৗধুরীর কনিষ্ট পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৈৗধুরী লাবু। এমপি নিক্সন তার বক্তব্যে আরো বলেণ, অনেক নেতা মনে করেন, যুবলীগ হবে তার বাসার বাজার করে দেয়ার জন্য। তাদের সতর্ক করে দিতে চাই, যুবলীগ কোন নেতার বাসার বাজার টানবে না আর। যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে কাজ করবে। যুবলীগ আওয়ামীলীগের সহযোগী সংগঠন, তারা আওয়ামীলীগকে সহযোগিতা করবে। নিক্সন আরো বলেন, শুধু আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ না, সাধারণ মানুষের উপর দীর্ঘ ১২ বছর যে নির্যাতন ফরিদপুরে করা হয়েছে তা পাকিস্থানি আর্মিরাও করে নাই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বিশেষ এক অভিযানের মধ্য দিয়ে ফরিদপুরের সাধারণ মানুষকে মুক্ত করা হয়েছে। মুক্ত হওয়ার পওে কি দেখলাম, ওই রাজাকার থেকে মুক্ত করার পরে নতুন করে কিছু রাজাকারের উদয় হইছে, বেইমানের জন্ম হইছে, খন্দকার মোশতাকদের জন্ম হয়েছে। যুবলীগের নেতৃত্বে এসব রাজাকার, বেইমান ও খন্দকার মোশতাকদের আমরা প্রতিহত করবো। সভার শুরুতেই ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নির্মম ভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।