ময়মনসিংহ পুলিশের অভিযানে ৫হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
থানা পুলিশ সুত্রে জানাযায়, ১৪ মার্চ মঙ্গলবার রাত অনুমান সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা এলাকার উইনার পাড়ে স্থানীয় জনৈক আজিজুলের দোকানের সামনে পুলিশি অভিযান চালিয়ে কক্সবাজার উখিার দুই পেশাদার মাদক ব্যবসায়ী ১। আব্দুল মুন্নাফ ওরফে মুন্নাফ ( ৪৫) পিতা মৃত হাজ্বী জাকের আহমেদ সাং – পালংখালী পশ্চিম কেদারগুলা ২। শাহীন (২৪) পিতা মৃত জসিম সাং – ভালুকিয়া হারো ফকিরের পাড়া উভয় থানা উখিয়া জেলা কক্সবাজারদ্বয় কে গ্রেফতার করে এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৫০০০ ( পাঁচ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের টিম ।
পুলিশ সূত্র আরো জানায়, ধৃত মাদক ব্যবসায়ী মুন্নাফ এবং শাহীন দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা ট্যাবলেট এর চালান ময়মনসিংহ নগরী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের শেষে আসামীদেরকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।