শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কয়রায় আন্তর্জাতিক নারী ও বিশ্ব পানি দিবন পালন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ মার্চ, ২০২৩

কয়রায় আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব পানি দিবস বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিএনআরএসের আয়োজনে এ উপলক্ষে আমাদী কিনুকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র‍্যালী, বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিনুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পানি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জগদানন্দ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদী ইউনিয়নের সংরক্ষিক মহিলা সদস্য মাহমুদা খাতুন, ৭নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ মামুন সানা, ইউএনডিপির প্রতিনিধি শামীম আহম্মেদ, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার হোসেন,অমলিন্দু বাছাড়,ঝরনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী ও পানি দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। এ ছাড়া মানুষের মাঝে সাড়া জাগাতে পুরুষরা পানি আনার কাজের পাশাপাশি শাক সবজি কাটার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।