শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঘোড়াঘাটে ২৯৯ টি পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে ২৯৯ টি সুবিধাভোগেীদের জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের ন্যায় ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে ২৯৯ টি সুবিধাভোগীদের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, গনমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।