রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁও জেলায় টয়লেটের রিং বসাতে গিয়ে মাটি ধসে লণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

 

২৯ মার্চ বুধবার পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লণ দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতোর ইউনিয়নের দনি দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এ সময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লণের মৃতদেহ উদ্ধার করে।

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।