টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল জয় নিশ্চিত করলেও তৃতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ড দলের নিয়ন্ত্রিত বোলিংএ কোণঠাসা হয়ে পড়েছে।
আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়ামে তৃতীয় টি-২০ তে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড দল।
এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ব্যাটিং এ নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ দল। তারপরে নিয়মিত বিরতিতে ১০ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেটে ৭৫ রান।