বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মুজিববর্ষ উপলক্ষে রাবি হল প্রাধ্যাক্ষের বৃক্ষরোপন কর্মসূচি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হলটির প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে ১৪০ টি সুপারি গাছ লাগানো হয়। ইতোপূর্বে, মুজিবর্ষ উপলক্ষে হল প্রাঙ্গনে আরো ৩০টি মেহগনি গাছ লাগান তিনি।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষের অস্তিত্ব রক্ষার জন্য হলেও বৃক্ষরোপনের বিকল্প নেই। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর গাছ লাগানোর পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।

এ সময় উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক শফিকুজ্জামান জোয়ার্দার, মামুনুর রশীদ সরকার, ও তানজিল ভুইয়া প্রমুখ।