শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মহীয়সী নারী রক্তযোদ্ধা ★নাজিয়া আক্তার ঐশী★ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

জন্মভূমির ডাকে মানবতার টানে “নাজিয়া আক্তার ঐশী” – নিজেকে সর্পে দিয়েছেন মানুষের কল্যানে। এ যেন বর্তমানের এক মহীয়সী নারী বললেও ভুল হবে না।

 

২০০০ সালের ৪ এপ্রিল মুন্সীগঞ্জের সদরে নাসরিন চৌধুরীর ঘর আলো করে জন্মগ্রহণ করেন এই নারী রক্তযোদ্ধা। রক্তদাতার সন্ধানে বিক্রমপুর(RSB) ও বিক্রমপুর রক্ত দান সংস্থা এর -ব্লাড বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেচ্ছাসেবী রক্তদাতার -সহপরিচালক এবং YSBDC “64 District ” এর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে সর্বোচ্চ ডোনার সংগ্রহকারী ও সংগঠন এর সেরা সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সময়ে নানা পুরষ্কার এ ভূষিত হয়েছেন এই মহীয়সী নারী রক্তযোদ্ধা। শুধু রক্ত সংগ্রহ নয় নিজেও একাধিক বার বি+ (পজিটিভ) ব্লাড দান করেছেন। তিনি প্রমাণ করেছেন পিছিয়ে নেই নারীরা মানবতার সেবায় নারীদের ভূমিকা অপরিসীম। যার স্বপ্ন মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারেন।

 

কবির ভাষাতে,,,
থাকব না আর একা ঘরে
কাজ করিবো মানুষের কল্যাণে।
নারী পুরুষের ভেদাভেদ ভুলে
জয় করিবো বিশ্বটাকে।