শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সচিব সভা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ আগস্ট, ২০২১

রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে দীর্ঘ চার বছর পর সচিব সভা শুরু হয়েছে।

আজ বুধবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে সচিব সভা অনুষ্ঠিত হয়।  চার বছর পর গত ৪ জুলাই সচিব সভা হওয়ার কথা ছিল।  তবে কোভিড-১৯ পরিস্থিতি জটিল হওয়ায় ওই সভা স্থগিত করা হয়।  বিধিনিষেধ তুলে দেওয়ায় আজ সচিব সভা শুরু হয়েছে।

সচিবদের নিয়ে প্রতিবছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান।  সচিব সভা করার এই রীতি প্রতিবছরই পালিত হয়। কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।  তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বেড়েছে।

এবারের সভার জন্য খাদ্য নিরাপত্তা; করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা; সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ; প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা; ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে এজেন্ডা তৈরি হয়েছিল।