প্রায় দুই মাস পর দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুহীন দিবস পাড় হলো।
দিনাজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পর আজ বুধবার ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। গতকাল পর্যন্ত ১৫০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৩১ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৬৬ ভাগ। বর্তমানে সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ১১৯ জন।
আজ বুধবার পর্যন্ত ৪২২ জন সক্রিয় রোগীর মধ্যে ৩৫৮ জন হোম আইসোলেশনে ও ১৩৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ বুধবার পর্যন্ত জেলার ১৪টি টিকা কেন্দ্রে অক্সফোডের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৫ হাজার ৬০৭ জন। আর চীনের ১ লাখ ৭৩ হাজার ৮৬৬ জন প্রতিম ডোজ নেওয়ার পর গতকাল পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ৭৮৪ জন।