সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম বেভারিজ লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি পেপসিকো। প্রতিষ্ঠানটি ডায়নামিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র সেলস এক্সিকিউটিভ/ সেলস এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: বিবিএ/ এমবিএ বা স্নাতক পাস করতে হবে। কমপক্ষ দুই বছরের সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফুড প্যাকেজিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। নেগশিয়েশন স্কিল থাকতে হবে। আগ্রহ থাকতে হবে দলবদ্ধ হয়ে কাজের।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৩
সুত্রঃ দৈনিক ইত্তেফাক