বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিলয় নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বেরোবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক শামীম মাহফুজের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শামীম মাহফুজের সমর্থক নিলয়কে মারধর করে সভাপতি পোমেল বড়ুয়ার সমর্থকরা। এ খবর জানাজানি হলে রাত সাড়ে ১০টার দিকে সভাপতি ও সম্পাদক পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে বেরোবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।