গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার পাচঁগড়গড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও তার সহযোগি গোজারিয়া গ্রামের মৃত ছায়দার মন্ডলের ছেলে শামসুদ্দীন মন্ডল(৪০)।
পুলিশ জানায়, শুক্রবার (১২ মে) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রাজ্জাকের শয়ন ঘরের বারান্দায় গাঁজা প্যাকেট করার সময় একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।