গাইবান্ধার ফুলছড়িতে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম নুর ইসলাম। সে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব হরিচন্ডি গ্রামে বানু শেখের ছেলে।
ফুলছড়ি থানা সুত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১মে) ভোরে এসআই সামিদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব হরিচন্ডি গ্রামের নুর ইসলামের বিছানার নিচ থেকে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। আটককৃত নুর ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী মাদকসহ ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামত সহ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’