শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

জাপানে ৪ জনকে হত্যা যুবক গ্রেপ্তার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ মে, ২০২৩

জাপানের নাগানো প্রদেশে এক রাজনীতিবিদের ছেলের গুলি ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন মাসানোরি আওকিকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নাগানো প্রদেশে ওই যুবক প্রথমে এক নারীকে ছুরিকাঘাত এবং দুই পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে আরেকজনের মৃত্যুর খবর আসে।

 

জাপানি বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নারীকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়েছে বলে ফোন পায় পুলিশ। হামলাকারী প্রায় ১ ফুট লম্বা ব্লেড দিয়ে হামলা চালিয়েছিল। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। এরপর পুলিশ গেলে কর্মকর্তাদের ওপর গুলি চালান মাসানোরি আওকি নামের ওই যুবক।

 

জাপানি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আওকি নাকানো শহরের একটি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। তার বাবা মাসামিচি আওকি নাকানো সিটি অ্যাসেম্বলির স্পিকার। পরে আওকি বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়।