রাজশাহীতে ২০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় ধৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১,২০০/-টাকা উদ্ধার করা হয় ।
রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আতিকুর রেজা সরকার ও পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিনদ্বয় সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় উক্ত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ দিলরুবা খাতুন (৩১), স্বামী মোঃ সেলিম রেজা, সাং- হরিদাগাছী (উত্তরপাড়া), থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানাধীন হরিদাগাছী উত্তরপাড়া গ্রামের পলাতক আসামী মোঃ সেলিম রেজা (৩৭), পিতা মৃত- আব্দুস সামাদ, এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করাকালে তাহাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।