শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

রাজশাহী আইনজীবী সমিতির শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১

রাজশাহীতে আইনজীবীদের আয়োজনে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ সকল শহীদ এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (২৩ আগষ্ট) দুপুর ২টায় রাজশাহী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আয়োজনে রাজশাহী আদালত প্রাঙ্গনের ১ নং বার ভবনের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত আইনজীবী সমিতি রাজশাহীর আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিল’র সদস্য
এ্যাডঃ মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ রাশেদ উন্ নবী আহসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা এ্যাডঃ এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
রাজশাহী বারের সাবেক সভাপতি এ্যাডঃ লোকমান আলী, রাজশাহী বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ ইবরাহীম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ ইকরামুল হক, রাজশাহী সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহবায়ক এ্যাডঃ মোজাফ্ফর হোসেন, এ্যাডঃ সিরাজী শওকত সালেহী এলেন, ওয়ার্কার্স পার্টি নেতা এ্যাডঃ এনতাজুল হক বাবু, এ্যাডঃ নাসরিন আক্তার মিতা, এ্যাডঃ নুরুল ইসলাম সরকার আসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মতিউর রহমান’র ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান মুগ্ধ আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে।