শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আফগানিস্তানের নারীদের কর্মস্থলে যেতে বারন তালেবানের – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আফগানিস্তানের তালেবান বাহিনী নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে বারণ করেছে। তারা বলছে, আফগান নারীদের কাজে যেতে হবে না, তারা বাড়িতে বসেই বেতন পাবেন। এছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তালেবানের এ মুখপাত্র দাবি করেছেন, তারা স্থায়ীভাবে নারীদের কর্মস্থল থেকে বিরত রাখছে না। বর্তমান পরিস্থিতির কারণে কর্মস্থলে যেতে বারণ করছে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীদের এখন বাড়িতে থাকা উচিত। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে।

বিবিসির কাছে কয়েকজন নারী জানিয়েছেন, তারা তাদের চাকরি নিয়ে শঙ্কায় আছেন। কয়েকজন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও বর্ণনা করেছেন।