সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদী হতে মহালের নির্ধারিত সীমানার বাহিরে বালু উক্তোলন করায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই নৌযান মালিককে এক লাখ টাকা অর্থ দন্ড জরিমানা করেছেন।
সোবাবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদন্ড আদায় করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, জাদুকাটা-১ বালু মহালের নির্দিষ্ট সীমানার বাহিরে অনুনোমোদিত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্টের মাধ্যমে দুই নৌযান মালিকের নিকট হতে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টি পরিচালানাকালে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লথিফ তরফদার সহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জাদুকাটার মহাল বহি:র্ভুত এলাকায় যে কেউ বালু উক্তোলন করলে পরবর্তীতে বালু সহ নৌযান জব্দ মুলে মামলা দায়ের করা হবে।