“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৮ আগস্ট দুপুরে সিনিয়র উপজেলা মৎস কর্মকতার কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে সিনিয়র উপজেলা মৎস কর্মকতা আমিনুল ইসলাম উল্লেখ করে বলেন- উপজেলায় এবছর মাছের লক্ষ্যমাত্রা ৯ হাজা মেট্রিকটন । আর আমরা নিয়মিত হাট বাজার গুলোতে ভ্রাম্যমাণ চালিয়ে কারেন্ট জাল জব্দসহ জরিমানা করা হচ্ছে।
উপজেলায় দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পায় সেজন্য মাছের অভয়আশ্রম করা হয়েছে ।
উপজেলায় মোট ৪৮ টি সরকারি বিল ও১৬ টি খাস পুকুর রয়েছে । উপজেলা মৎস্য অধিদপ্তর বিনামূল্যে গুচ্ছ গ্রাম ও আশ্রয়ণ এ মনোসেক্স তেলাপিয়ার পোনা বিতরণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোকসেদ আলি সরকার, সরোয়ার জাহান, গোলাম কবির বিলু, সুলতান আহমেদ সোনা, রানা জামান,রেজাউল করিম, মাহমুদুল হাসান, মিনহাজুল ইসলাম মিলন সহ আরো অনেকে।