করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়, আজ ভোর থেকেই শুরু হয়েছে সাত দিনব্যাপী সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক ঘোষিত কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর প্রথম দিনে দিনব্যাপী ভেড়ামারা উপজেলার পৌর বাজার, কাচা বাজার, ফারাকপুর রেলগেট, বাসস্ট্যান্ড, নতুন হাট, বারমাইল, মুন্সিপাড়া, গোলাপনগর, কুচিয়ামোড়া, পরানখালী, জগশ্বর, সাতবাড়ীয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১০টি মামলায় মোট ১৯০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
ভেড়ামারা শহরে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা সক্রিয়।
সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নে সর্ব সময় মাঠে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই পুলিশের সদস্যরা ভেড়ামারা শহরের প্রবেশ মুখসহ প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে অবস্থান নেয় পুলিশ বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়, ও লকডাউন বাস্তবায়নে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, পৌরসভার মেয়র মোঃ আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ সহ প্রমূখ।