নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান, দু’টি চোরাই মোটরসাইকেল সহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে শাহানুর (৪৬), সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের কমরু মিয়ার ছেলে ইরফান আলী (২৫) ও আমরু মিয়ার ছেলে ইমরান হোসেন । একই সময় চোরাকারবারীদের সাথে থাকা সহযোগি সাদেক মিয়া নামে আরো এক চোরাকারবারী কৌশলে পালিয়ে যায়।
মিডিয়া সেল আরো জানায়, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার দোয়ারাবাজার থানা পুলিশ রবিবার ১৯ হাজার ২ শলাকা নিষিদ্ধ ভারতীয় বিড়ি, দু’টি রেজিষ্ট্রেশন বিহিন চোরাই ১০০ সিসি ভারতীয় প্লাটিনা মোটরসাইকেল জব্দ করন সহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেন।
এরপর মামলা দায়ের পুর্বক আসামীদের আদালতের মাধ্যমে রবিবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।