শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে দুটি সিলিন্ডার দিলেন অবসরপ্রাপ্ত জজ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মোংলার শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাগেরহাটের রামপালের বাসিন্ধা অবসরপ্রাপ্ত জজ শেখ জালাল উদ্দীন। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কলেজ মোড় এলাকায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন শেখ জালাল উদ্দীনের প্রতিনিধি ও সুন্দরবনের করমজল স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

শুরুতে মোংলার শেখ রাসেল শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা শুরু করে। এ পর্যন্ত ওই অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মোংলা, রামপালসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক করোনা রোগীকে ফ্রি অক্সিজেন সেবা পেয়েছেন। এখন এ ব্যাংকে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা মোট ৮৪টি। অক্সিজেন উৎপাদনকারী কনসেনট্রেটর রয়েছে ৪টি শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম বলেন,করোনার প্রথম ঢেউয়ে আমি আক্রান্ত হয়েছিলাম। তখন বুঝেছি এর কষ্ট ও সামাজিক দূরত্বের বিষয়টিও। সেই উপলদ্ধি থেকেই করোনা রোগীদের সেবায় ফ্রি অক্সিজেন সেবা, তাদের বিনামূল্যে ওষুধ ও ফলমুল দেয়াসহ তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি এ পর্যন্ত ২ শ রোগীকে সেবা দিতে পেরেছি। দুঃখজনক হলো তাদের মধ্য থেকে ৩০ জন মারাও গেছে।