পিএসজি ভক্তদের বহুল আকাঙ্ক্ষিত সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। রাসের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে যে লিওনেল মেসি খেলবেন এটা নিশ্চিত করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু স্তাদে অগুস্তে দেলোন স্টেডিয়ামে অবশ্য তার শুরুর একাদশে না থাকার শঙ্কা জেগেছে। যেটা তৈরি করেছেন পিএসজি কোচ নিজেই। কেননা এখনো মূল একাদশ ঠিকই করেননি তিনি।
মেসি ছাড়াও মৌসুমে প্রথম বারের মতো এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘মেসি, নেইমার ও এমবাপে খুবই ভালো অনুশীলন করছে এবং আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবো। এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করিনি। তবে তারা নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকছে, কিন্তু এখনো জানি না তারা শুরুর একাদশে থাকবে কি না।’
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে গত ১০ আগস্ট পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। তার আসার খবর শুনে উৎসবের নগরীতে পরিণত হয় ফ্রান্সের রাজধানী প্যারিস। বিমানবন্দর থেকে ক্লাব পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে অভ্যর্থনা পাননি এই আর্জেন্টাইন ফুটবলার।