শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

দিনভর জনস‌চেতনতায় ব্যস্ত মান‌বিক ইউএনও দী‌নেশ সরকার, আইন অমান্য অথদন্ড আদায় – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ জুন, ২০২১

সারা‌দেশ ব্যা‌পি ক‌রোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে সরকা‌রের দেওয়া বি‌ভিন্ন নী‌তিমালা বাস্তবায়‌নে দিনরাত ব্যস্ত সময় পার কর‌ছেন কু‌ষ্টিয়া জেলা প্রশাসন।

তারই ধারাবা‌হিকতায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক ঘোষিত কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর প্রথম দিনে কু‌ষ্টিয়া জেলার ভেড়ামারা উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার জনাব দী‌নেশ সরকা‌রের নেতৃ‌ত্বে দিনব্যাপী ভেড়ামারা পৌর বাজার, কাচা বাজার, ফারাকপুর রেলগেট, বাসস্ট্যান্ড, নতুন হাট, বারমাইল, মুন্সিপাড়া, গোলাপনগর, কুচিয়ামোড়া, পরানখালী, জগশ্বর, সাতবাড়ীয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১০টি মামলায় মোট ১৯০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।

অ‌ভিযা‌নের সময় তার নিত্যসঙ্গী ভেড়ামারা উপ‌জেলার জনগ‌নের সেবক ও ভেড়ামারা উপ‌জেলা‌কে ম‌ডেল হি‌সে‌বে তৈ‌রির কিছু কা‌রিগর সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা পৌর মেয়র মোঃ আনোয়ারুল ক‌বির টুটুল, সা‌বেক মেয়র মোঃ সা‌মিমুল ইসলাম (ছানা), উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিঠু, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ রফিকুল আলম (চুনু), জাসদ ক্ন্দ্রেীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক জনাব মোঃ আব্দুল আলিম স্বপন সহ বি‌ভিন্ন সমাজ‌সেবী ও সংবাদ কর্মীগণ,

অ‌ভিযা‌নে জনাব দী‌নেশ সরকার ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে সরকা‌রের নি‌র্দেশনা মে‌নে চলার পাশা‌পা‌শি সবাইকে স‌চেতন হওয়ার অনু‌রোধ ক‌রেন, কোড়‌জো‌ড়ে মিনতি ক‌রে ব‌লেন , আপনারা য‌দি নি‌জেরা স‌চেতন না হন নি‌জের প‌রিবার‌কে রক্ষা করার দা‌য়িত্ব না নি‌তে পা‌রেন তাহ‌লে ক‌রোনার ভয়াবহতা বিস্তা‌রের জন্য দা‌য়ি থাক‌বেন, ভেড়ামারা বা‌সি‌কে স্বজনহারা লা‌শের মি‌ছিল দেখ‌তে না চাই‌লে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধের নিয়ম গু‌লো মে‌নে চলার পরামর্শ দেন ।