শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সীতাকুন্ডে ট্রেন পিকাপ সংঘর্ষ ২ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ আগস্ট, ২০২১

চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে সীতাকুণ্ডে পিকআপের সংঘর্ষে সারাদেশের সাথে ২ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

জানা যায়, সোমবার (৩০ আগস্ট) বেলা পৌন ১২টার সময় সীতাকুন্ড পৌরসভাস্থ ইয়াকুব নগর এলাকার রেলক্রসিংয়ের উপর দিয়ে একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে উভয় দিকে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহায়তায় পিকআপটি সরানো হলে ট্রেন যোগাযোগ আবার শুরু হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার (ওসি) নাজিম উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দ্রুত গিয়ে স্থনীয়দের সহযোগীতায় পিকআপটি সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।