উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সাথে নদী ভাঙ্গন শুরু হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি গতকাল বুধবার রাত ৯ ঘটিকা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা পর্যন্ত ১২ ঘন্টায় বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ সারাদিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়নে রোপা আমন, পাট, বেগুন, পটলসহ নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে। এদিকে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি হতে রতনপুর এবং মশামারী হতে ভুষিরভিটা যাওয়ার রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা তলিয়ে যাওয়ায় ওই এলাকার লোকজনের দুর্ভোগ বেড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ির রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি হাঁটু পানিতে নিমজ্জিত হয়েছে। ওই এলাকায় গবাদি পশু নিয়ে মানুষ বিপাকে পড়েছে।
নদী তীরবর্তী উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার আনিসুর রহমান বলেন, পানি গত ৩/৪ দিন ধরে যে ভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমাদের কি হবে তা বলে বোঝাতে পারবো না। ইতিমধ্যে আমাদের ইউনিয়নের অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িতে পানি উঠতে শুরু করেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমাদেরকে ঘর বাড়ি ছেড়ে বাঁধে এসে আশ্রয় নিতে হবে।
এদিকে পানি বৃদ্ধির কারনে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর, ফুলছড়ি, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী তীরবর্তী মানুষেরা ভাঙ্গনের হাত থেকে নিজেদের সহায় সম্বল বাঁচাতে বাড়িঘর অনত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে। ওই এলাকাগুলির অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাটু পানি জমে গেছে।
এদিকে ফুলছড়ি উপজেলা দুর্যোগ ও ত্রান অফিস সুত্রে জানাযায়, বন্য কবলিত ৪ টি ইউনিয়নে ইতিমধ্যে ১০ টন জরুরী ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরোও ত্রান সামগ্রী বিতরনের কথা আছে।