শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুরের পূবাইল মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলছে, এখানে প্রায় ৭০ টি গুদাম রয়েছে। এই গুদামগুলোর মালিক ৮ জন। প্রতিটি গুদামে আগুন লেগে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।